তারাকান্দায় বাজারের মূল সড়ক বেদখল, মানুষের ভোগান্তি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
প্ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের তারাকান্দা বাজারের রাস্তা প্রধান দখল করে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ী। ফলে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছে
জানা গেছে, তারাকান্দা বাস স্ট্যান্ড হইতে কাছারি রোড নামক সড়কের দু’পাশে ঘর মালিকরা ফুটপাত মাসিক ভাড়া দিয়েছে। ভাড়াটিয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা সড়কের দুপাশ দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্যের দোকান সাজিয়ে বসেছে।উক্ত সড়কপথে বাস স্ট্যান্ড থেকে কাচারি নামক সড়ক পথে তারাকান্দা ও কাকনি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয় রয়েছে।এছাড়াতারাকান্দা উপস্বাস্থ্য কেন্দ্র এই সড়কের পথে উপস্থিত । প্রতিদিন হাটবাজারে ক্রেতা বিক্রেতা ছাড়াও শত শত মানুষ ভূমি ও স্বাস্থ্যসেবা নিতে আসা-যাওয়া করতে হয়। এর সড়কের দুপাশে অপরিকল্পিত খুচরা দোকান ব্যবসায়ীরা বে-দখল করে রাখা বাজারে আসা কেতা বিক্রেতাসহ ও ভূমি ও স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ে। এ গলিপথে এম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এর গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারেন। গত এক গলিপথে এক সপ্তাহে পূর্বে মন্ডল মার্কেটো অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকামালামাল পুড়ে যায়।এ গলি পথের ‘পাশে দোকানপাট থাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসময় মত পৌচতে ন পারা অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এসব ফুটপাতের দোকান পাট উচ্ছেদ করে বাজারের প্রধান গলিপথে মানুষ চলাচলের সুব্যবস্থা না করলে বড় ধরনের ক্ষতির সম্ভাবন রয়েছে বলে বাজারে ব্যবসায়ী জানিয়েছেন।


















