তারাকান্দা এলজিইডি পাকা সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ

- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা এলজিইডি পাকা সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার তারাকান্দা পূর্ব পাড়ায় এস এ রোড আফাজ সরকারের বাড়ি হতে হইতে শাসিরকান্দা পর্যন্ত ১ কি:মি: সড়ক ২৪-২৫ অর্থ বছরে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান কয়েক দফায় বালি মাটি ও পুরাতন সুরকি ব্যবহার করছে। তারাকান্দা গ্রামের মো: বাকি মিয়া, নয়ন মিয়া, রানা মিয়া, মিলন মিয়া, দুলাল মিয়া, নুরুল ইসলাম, ফারুক হোসেন, মান্নান মিয়া, হারুন মেম্বার, ছোট্ট মেম্বার সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলা ওয়ার্ক এসিস্ট্যান্ট ফজলুল হকের যোগ সাজসে হচ্ছে নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। ভুক্তভোগী এলাকাবাসী বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও প্রতিকার পাচ্ছে না। উপজেলা প্রকৌশলী সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নতুন এলাকায় এসেছি বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখছি। এবং তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসাইন উনাকে অবগত করার পরে উনি বলেন ব্যবস্থা করতেছি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।