ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস উপদেষ্টা নাহিদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবি আগামী তিন দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের কাছে এসে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। তাদের হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারবো না, কিন্তু আর্মির কাছে হস্তান্তর করতে পারি। কিন্তু এর জন্য আমাদের বসতে হবে।

সচিবালয়ে সচিব শিক্ষার্থীদের অপমান করেছেন বলে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সচিব ও সংশ্লিষ্টরা যারা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছেন এর জন্য তিনি ও সংশ্লিষ্টরা ক্ষমা চাইবেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা তিন কর্মদিবস সময় দিচ্ছি।

 

আন্দোলন স্থগিত করে ফিরে গেলেন শিক্ষার্থীরা

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

বিকেলে সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলে বৈঠক শেষে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাসিরউদ্দিন।

তিনি বলেন, আমাদের সঙ্গে মঙ্গলবার বেলা ১২টায় সচিবালয়ে সভা হবে। সেখান থেকে দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জবি শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো- স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনা ও সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তার হাতে এ দায়িত্ব অর্পণ; শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ঘোষণা; অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ ও পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল; সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস উপদেষ্টা নাহিদের

আপডেট সময় : ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫ দফা দাবি আগামী তিন দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের কাছে এসে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। তাদের হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারবো না, কিন্তু আর্মির কাছে হস্তান্তর করতে পারি। কিন্তু এর জন্য আমাদের বসতে হবে।

সচিবালয়ে সচিব শিক্ষার্থীদের অপমান করেছেন বলে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সচিব ও সংশ্লিষ্টরা যারা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছেন এর জন্য তিনি ও সংশ্লিষ্টরা ক্ষমা চাইবেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা তিন কর্মদিবস সময় দিচ্ছি।

 

আন্দোলন স্থগিত করে ফিরে গেলেন শিক্ষার্থীরা

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে ফিরে গেছেন শিক্ষার্থীরা।

বিকেলে সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলে বৈঠক শেষে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাসিরউদ্দিন।

তিনি বলেন, আমাদের সঙ্গে মঙ্গলবার বেলা ১২টায় সচিবালয়ে সভা হবে। সেখান থেকে দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জবি শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো- স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনা ও সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তার হাতে এ দায়িত্ব অর্পণ; শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ঘোষণা; অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ ও পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল; সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে।