সংবাদ শিরোনাম ::   
                            
                            ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা স্টোর উদ্বোধন ও অলোচনা
 
																
								
							
                                
                              							  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ৭৪ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে সততা স্টোর উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার হরিরামপুরের মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা মাঠে এ উপলেক্ষ আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপসহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তাব্য দেন মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার দিলরুবা মোমতাজী। এ সময় অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
							
                             
																			

















