দাগনভূঞায় বালুর ট্রাক জব্দ করে সড়ক সংস্কার কাজে বাঁধা, আটক ১

- আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
দাগনভূঞা বালুর ট্রাক জব্দ করে চাঁদা দাবীর অভিযোগে, করিম (২৫) নামে একজন কে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৩ টার দিকে দাগনভূঞা জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বালু সাপ্লাইয়ার সোহাগ বলেন, গত কাল রাত আনুমানিক ৩ টার দিকে দাগনভূঞা পৌরসভার ৮ ও ৯ নং গ্রামীন ট্রাওয়ার সড়কের কাজের অগ্রগতির জন্য বালু নিতে গেলে জিরো পয়েন্টে বালুর ট্রাক জব্দ করে শামীম নামে একজন এগুলো কার কোথায় যাবে ইত্যাদি জিজ্ঞেস করে। এক পর্যায়ে শামীম কার সাথে ফোনে কথা বলে বালুর ট্রাক সহ কাজের জায়গায় নিয়ে আসে। পরে বালু সরবরাহ কারী পিন্টু কে কল দিয়ে শামীম অনেকক্ষণ ৫ তারিখের আগে পরের বিএনপি নিয়ে তর্কাতর্কি করে। পরে অনিক ও শামীম সহ আমার গাড়ির ড্রাইভার কে নামিয়ে দিয়ে বালু ভর্তি গাড়িটি পৌরসভার নামার বাজার নামক স্থানে নিয়ে জব্দ করে রাখে। পরে আমি ঘটনার বিস্তারিত ঠিকাদারকে জানাই। ঠিকাদার বিএনপি নেতা আবদুল কাদের বলেন, আমি রাত ৩.৩০ এর দিকে ঘটনার বিবরন শুনে সাথে সাথে দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার এস আই রোকন কে জানাই। তিনি ওসি ওয়াহিদ ফারবেজের সাথে কথা বলে তাৎকক্ষনিক দাগনভূঞা নামার বাজার রিক্তা ভবনের সামনে থেকে বালু ভর্তি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এই বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ ফারভেজ জানান, ঠিকাদার রাতে বিষয়টি আমার অফিসার রোকন কে জানালে আমি তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করি। এস আই রোকন জব্দকৃত বালু ভর্তি ট্রাক সহ করিম (২৫) নামে একজন কে আটক করে। ঠিকাদার আবদুল কাদের, ৩ জন (শামীম, অনিক ও করিম) কে আসামী করে মামলা দায়ের করেন। বাকী আসামীদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত আছে। উল্লেখ্য এর আগে চাঁদা দাবীর অভিযোগে দীর্ঘ দিন রাস্তা সংস্কারের কাজ বন্ধ ছিল। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালিখি ও প্রশাসনের তৎপরতায় কাজ শুরু হয়।