ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

দাগনভূঞা ইসলামী আন্দোলন বাংলাদেশের  গণসমাবেশ অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন টিপু, দাগনভূঞা
  • আপডেট সময় : ১৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭দফা বাস্তবায়নের দাবীতে  বৃহস্পতিবার বিকালে স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, দাগনভূঞা দক্ষিন  শাখার সেক্রেটারী  মুফতী সোহাইল কাসেমীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞ্জ উত্তর শাখার সেক্রেটারী  মাও: মামুনুর রশিদের  সঞ্চালনায় এবং মুফতি ইউছুপ কাসেমীর সভাপতিত্বে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক  প্রধান অতিথি মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন,নতুন দেশ চালাতে হলে চেয়ার লাগবে, নতুন বাংলাদেশে নতুন করে গড়তে চাই। এখন থেকে সবাইকে কাজ চালাতে হবে।
ফেনীর দাগনভূঞা ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সেব কথা বলেন।  বিশেষ অতিথি ছিলেন  কেন্দ্রী কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম, উদ্বোধক দাগনভূঞা উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আলা উদ্দিন সাবেরি, দাগনভূঞা উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক  মাওলানা আতিক উল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  ফেনী -৩ (দাগনভূঞা -সোনাগাজী)  সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী  মুহাম্মদ সাইফ উদ্দিন শিপন।
দাগনভূঞা পৌর ইসলামী আন্দোলনের  সভাপতি  ও সম্ভাব্য মেয়র প্রার্থী নূরুল আমীন মিরাজ, সাবেক উপজেলা সেক্রটারী মাওলানা মহি উদ্দিন ইউছুফ, সোনাগাজী উপজেলার ইসলামি  আন্দোলনের সভাপতি  মাওলানা হিজবুল্ল্যাহ,ফেনী জেলা ইসলামী আন্দেলনের উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরাজ,  জেলা কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম, জেলা কমিটির সেক্রেটারি একরামুল হক ভূঞা, জেলার সাবেক সেক্রেটারি মাওলানা একরামুল হক প্রমুখ।
দলীয় নেতারা বলেন, কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি  বাস্তবায়ন সরকারকে করতে হবে। দেশে শান্তি আনতে হলে আল্লাহর জমিনে আল্লাহর  আইন বাস্তবায়ন করতে হবে। হযরত মুহাম্মদ( সঃ)  আদর্শ  বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। পি আর পদ্ধতি চালু করতে হবে, না হয়  তারা নির্বাচন মানবেনা। তারা আরো বলেন গত ৫ আগষ্ঠ আওয়ামীলীগের উপর গজব পড়েছে। গত ১৭ বছরে তারা যে  জুলুম করছে সে কারনে কোথাও আওয়ামীলীগ পরিচয় বহন করতে পারেনা।
প্রধান অতিথি আরও বলেন,শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে দেশে মিষ্টি বিতরণ করা হয়েছে। হাসিনা পালানোর সংবাদে সারা দেশে উল্লাস হয়েছে । সুতরাং ইসলামের আলোকে দেশ সাজাতে হবে। হাসিনার চেয়ার শেষ, হাসিনাও শেষ। ইউনিয়ন থেকে সংসদ ও প্রেসিডেন্টের চেয়ারম্যান আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দাগনভূঞা ইসলামী আন্দোলন বাংলাদেশের  গণসমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় :
রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭দফা বাস্তবায়নের দাবীতে  বৃহস্পতিবার বিকালে স্থানীয় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ, দাগনভূঞা দক্ষিন  শাখার সেক্রেটারী  মুফতী সোহাইল কাসেমীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞ্জ উত্তর শাখার সেক্রেটারী  মাও: মামুনুর রশিদের  সঞ্চালনায় এবং মুফতি ইউছুপ কাসেমীর সভাপতিত্বে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক  প্রধান অতিথি মাওলানা লোকমান হোসেন জাফরী বলেন,নতুন দেশ চালাতে হলে চেয়ার লাগবে, নতুন বাংলাদেশে নতুন করে গড়তে চাই। এখন থেকে সবাইকে কাজ চালাতে হবে।
ফেনীর দাগনভূঞা ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সেব কথা বলেন।  বিশেষ অতিথি ছিলেন  কেন্দ্রী কমিটির সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম, উদ্বোধক দাগনভূঞা উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আলা উদ্দিন সাবেরি, দাগনভূঞা উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক  মাওলানা আতিক উল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন  ফেনী -৩ (দাগনভূঞা -সোনাগাজী)  সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী  মুহাম্মদ সাইফ উদ্দিন শিপন।
দাগনভূঞা পৌর ইসলামী আন্দোলনের  সভাপতি  ও সম্ভাব্য মেয়র প্রার্থী নূরুল আমীন মিরাজ, সাবেক উপজেলা সেক্রটারী মাওলানা মহি উদ্দিন ইউছুফ, সোনাগাজী উপজেলার ইসলামি  আন্দোলনের সভাপতি  মাওলানা হিজবুল্ল্যাহ,ফেনী জেলা ইসলামী আন্দেলনের উপদেষ্টা মাওলানা মীর আহমদ মীরাজ,  জেলা কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম, জেলা কমিটির সেক্রেটারি একরামুল হক ভূঞা, জেলার সাবেক সেক্রেটারি মাওলানা একরামুল হক প্রমুখ।
দলীয় নেতারা বলেন, কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি  বাস্তবায়ন সরকারকে করতে হবে। দেশে শান্তি আনতে হলে আল্লাহর জমিনে আল্লাহর  আইন বাস্তবায়ন করতে হবে। হযরত মুহাম্মদ( সঃ)  আদর্শ  বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। পি আর পদ্ধতি চালু করতে হবে, না হয়  তারা নির্বাচন মানবেনা। তারা আরো বলেন গত ৫ আগষ্ঠ আওয়ামীলীগের উপর গজব পড়েছে। গত ১৭ বছরে তারা যে  জুলুম করছে সে কারনে কোথাও আওয়ামীলীগ পরিচয় বহন করতে পারেনা।
প্রধান অতিথি আরও বলেন,শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে দেশে মিষ্টি বিতরণ করা হয়েছে। হাসিনা পালানোর সংবাদে সারা দেশে উল্লাস হয়েছে । সুতরাং ইসলামের আলোকে দেশ সাজাতে হবে। হাসিনার চেয়ার শেষ, হাসিনাও শেষ। ইউনিয়ন থেকে সংসদ ও প্রেসিডেন্টের চেয়ারম্যান আমাদের অর্জন করতে হবে ইনশাআল্লাহ।