দাগনভূঞা বিএনপির র্যালিতে হামলা

- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
দাগনভূঞায় উপজেলার গজারিয়া বাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে স্বদলীয় প্রতিপক্ষের হামলা হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলের এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি করা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদনের নেতৃত্বে মিছিলের শেষ মুহূর্তে নেতাকর্মীদের উপর মোটরসাইকেলের বহর নিয়ে এসে হামলা করে দুর্বৃত্তরা। এসময় জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব, যুবনেতা নুর উদ্দিন ডালিম, দেলোয়ার, শাওন সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
জুলাই যোদ্ধা জিল্লুর রহমান রিহাব অভিযোগ করেন, ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে বহিরাগতরা মোটরসাইকেলের বহর নিয়ে এসে এ হামলা করে।
জামশেদুর রহমান ফটিকের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার কথা অস্বীকার করে বলেন এটা গজারিয়া বাজারের অভ্যন্তরিন কোন্দলে হয়ে থাকতে পারে।
হামলায় কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যরা জড়িত বলেও দাবি করেন ভুক্তভোগীরা।