দাফনের ২ বছর পর বৃদ্ধার মরদেহ উত্তোলন
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের দুই বছর পর আমেনা বেগম নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর জান্নাতুল ফেরদৌস গণকবর স্থান থেকে ওই বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
এসময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক ও সদর হাসপাতালে কর্মরত ডা. আরিফ হাসান উপস্থিত ছিলেন।
নিহত বৃদ্ধা আমেনা বেগম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের মৃত ছকু মন্ডলের স্ত্রী।
স্বজনরা জানায়, আমেনা বেগমের কাছে প্রতিবেশী চান মিয়ার ছেলে মোশারফ হোসেন (ভোন্দা) টাকা গ্রহণ করেন। এই টাকার জেরে প্রায় দুই বছর আগে আমেনাকে মোশারফ হোসেন ও তার ভাই মিজানুর রহমান এবং তার বাবা চান মিয়া শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় ওই হত্যাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলাটি তদন্ত করেন পিবিআই পুলিশ।
গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভাগের প্রশাসনিক কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, এ মামলাটির দীর্ঘ তদান্তে আদালতের নির্দেশে আমেনা বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

















