দালালের খপ্পরে, টাকা ফেরত দিল উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের অভিযানে মৃত্যু নিবন্ধনের নামে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে আদায়কৃত ২২ হাজার টাকা উদ্ধার করে সরাসরি ভুক্তভোগী পরিবারের হাতে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে একটি মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার জন্য স্থানীয় দালালচক্র ভুক্তভোগীর কাছ থেকে অস্বাভাবিকভাবে ২২,০০০ টাকা দাবি করে নেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে প্রশাসন।
অভিযানে জড়িত একজন দালালকে আটক করা হয় এবং পুরো টাকা উদ্ধার করে(২ ডিসেম্বর) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়।
ভুক্তভোগীর নিরাপত্তার স্বার্থে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
উপজেলা প্রশাসন জানায়, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন বা কোনো সংশোধন সেবা নিতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ দেওয়ার নিয়ম নেই। এসব সেবায় কোনো ব্যক্তি বা দালাল অতিরিক্ত অর্থ দাবি করলে তা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রায়পুরে সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য কোনোভাবেই বরদাশ করা হবে না বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ।

















