ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজু বিশ্বাস, দিনাজপুর
  • আপডেট সময় : ০৭:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) অমিতাভ মন্ডল বলেন, বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পরিষ্কার, পরিছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখাসহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) )বেলা ১১টায় শহরের বালুবাড়ি এমবিএসকে মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তরসহ নিরাপদ খাদ্য বিষয়ক নানা বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোঃ শরীফ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, শিক্ষক মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আহসান হাবিব প্রধান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, দিনাজপুরের বিভিন্ন হোটেল-রেস্তোরার মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

 

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) অমিতাভ মন্ডল বলেন, বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পরিষ্কার, পরিছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখাসহ সংশ্লিষ্ট বিষয়ের ওপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) )বেলা ১১টায় শহরের বালুবাড়ি এমবিএসকে মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তরসহ নিরাপদ খাদ্য বিষয়ক নানা বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোঃ শরীফ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, শিক্ষক মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আহসান হাবিব প্রধান প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, দিনাজপুরের বিভিন্ন হোটেল-রেস্তোরার মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।