দিনাজপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৯:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
দিনাজপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি নভেরা উচ্চ বিদ্যালয় থেকে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন’র (এসডিসি) সহযোগিতায় সাসটেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ) বাংলাদেশ তত্ত্বাবধায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই কর্মসূচি পালন করা হয়।
আজকের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার। দিবসটি উপলক্ষে বুধবার নভেরা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ২০টি স্কুলের প্রাঙ্গনে পুষ্টি বিষয়ক স্টল প্রদর্শন ও স্কুলের অডিটোরিয়ামে পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টিরকল্পে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভাতে দিনাজপুর সদর উপজেলার বিভন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহন করে।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম এর সভাপতিত্বে প্রধান আলোচক দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম বক্তব্যে বলেন, ইএসডিও নাইস প্রকল্প আয়োজিত অনুষ্ঠানটির কার্যক্রমকে স্বাগত জানাই। আমরা প্রত্যেককে প্রতিদিন যে খাবার খাচ্ছি সেটি খাবার যেন সুষম হয়। সুষম খাবারের যে ছয়টি উপাদান আছে এটি যেন তার মধ্যে অন্তর্নিহিত থাকে। অনেক মা শিক্ষিত না তাদেরকে এই সুষম পুষ্টি বিষয়ে নিশ্চিত বলার দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমাদের পরিবারের খাদ্যে সুষম উপদান গুলি আছে কিনা তা নিশ্চিত করতে হবে আগামী ভবিষ্যতের মেধাবী জাতি হিসেবে গঠনের জন্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ১৯৪৫ সালে বিশ্ব খাদ্য দিবস চালু হয়েছিল এর কারন খাদ্য পুষ্টি সম্পর্কে মানুষকে সচেতন করা। কৃষি বিভাগে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছি। বেশি উৎপাদনের ফলে প্রত্যেকের ঘরে বছরের জন্য খাদ্য মজুদ আছে।
পুরস্কার বিতরনী ও আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ, জেলা খাদ্য নিরাপদ অফিসার গৌতম কুমার সাহা, দিনাজপুর পৌরসভার সহকারি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান মিজান, নভেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মালতী মেরী কস্তা সিআাইসি।