সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে
তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরের আমতলী এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। এসময় বাজেটে তামাকের মূল্য ও কর বাড়ানোর দাবি করা হয়।
অন্তরঙ্গ সংস্থার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলার ১০ নং ইউনিয়ন পরিষদ কাউন্সিলর মোঃ খালেদ মোশারফ, সংস্থার সাধারণ সম্পাদক এম এম এইচ কাদির।
বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রনের সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায় হলো মূল্য ও কর বাড়িয়ে মানুষের ক্রয়সীমার বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব করেন। কর বৃদ্ধি তামাকের ব্যবহার কমানোর জন্য অন্যতম কার্যকর হাতিয়ার হিসেবে বিশ^ব্যাপী স্বীকৃত।