দিনাজপুর ইনস্টিটিউট এর প্রবীণ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

- আপডেট সময় : ২০৪ বার পড়া হয়েছে
দিনাজপুর ইনস্টিটিউট এর হল রুমে আজ শনিবার দিনাজপুর ইনস্টিটিউট এর প্রবীণ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর ইনস্টিটিউট এর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আলমগীর, সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, শামসুজ্জামান চৌধুরী বাবু, অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক মোঃ আতিকুর রহমান নিউ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোঃ সাইফুর রহমান, নির্বাহী সদস্য আনম গোলাম রব্বানী, মোঃ নুরুল আলম, বাবু অশোক কুমার কুন্ডু, হিসাব রক্ষক আসাদুজ্জামান, সদস্য জাহাঙ্গীর আহমেদ, আয়কর আইনজীবী মোঃ নকিবুল হক খান, মোঃ ফজলুল করিম।
এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মোঃ নাসিম পারভেজ পুতুল, মোঃ শফিকুল ইসলাম বকুল, মো: বন্দে আলী মিয়া, ইউসুফ আলী(সংবাদকর্মী), মোঃ হাফিজুল ইসলাম, মোঃ রাইয়ান ইসলাম, মোঃ রিয়ান ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে দিনাজপুর ইনস্টিটিউট এর প্রবীণ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং অসুস্থ দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, দিনাজপুর শহরের পাক পাহাড়পুর নিবাসী সাবেক গোলকিপার পুতুল ও নিভেলের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম এম আব্দুর রহিম গত ১২ আগস্ট ২০২৫ রাত ১১ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।