দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং অঙ্গ প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ১৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর আয়োজনে গত সোমবার অপরাহ্ন ৪ ঘটিকায় জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী প্রয়াত খুরশীদ জাহান হক এর সুযোগ্য ৪ সন্তান শাহরিয়ার আখতার হক ডন, ড. হাসনাইন আকতার হক, ড. সানজিদ আক্তার হক, ত্বাসীন আক্তার হক ডেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়া ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্জন রায়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা খুরশীদ জাহান হক এর দ্বিতীয় পুত্র ড. হাসনাইন আকতার হক, তৃতীয় পুত্র ড. সানজিদ আক্তার হক, চতুর্থ পুত্র ত্বাসীন আক্তার হক ডেল, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের মোঃ বদরুদোজ্জা, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আশরাফ উজ জামান, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর অনারারী নিউরো সার্জন ডাঃ মোঃ সারোয়ার মুর্শেদ আলম, জিয়া হার্ট ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম।
পরিশেষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর অঙ্গ প্রতিষ্ঠানের (জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস) এর বিভিন্ন পর্যায়ের ৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর রাজু আহমেদ ও সাবরিনা মমতাজ।