সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড
দুই কোটি টাকার মালামাল ভষ্মিভূত
নরসিংদী প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
শিবপুর উপজেলার মুনসুরজ্জামান মোল্লার মালিকানাধীন মোল্লা টেক্সটাইল সুতার মিলে গত সোমবার ২০-০১-২৫ইং ভয়াবহ অগ্নিকান্ডের সংঘটিত হয়। অগ্নিকান্ডে মিলের ভেতরে থাকা সুতা, তুলা, এবং মেশিনারিজ জিনিসপত্রসহ প্রায় সোয়া দুই কোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। জানা গেছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং আগুনের লেলিহান শিখা মিলের চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি টিম এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে মিলের প্রায় সোয়া দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান মালিকপক্ষ। এ বিষয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।