দু’দিনের সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমীর
- আপডেট সময় : ১০:০০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
সোমবার (২২ এপ্রিল) দুদিনের ঢাকা সফরে আসছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ঢাকা। কূটনৈতিক একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে ঢাকা সফরে আসছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।
২০০৫ সালে তৎকালীন আমীর হামাদ বিন খলিফা আল থানি (বর্তমান আশীরের পিতা) বাংলাদেশ সফর করেছিলেন। দুই দশকে পরিবর্তিত বাংলাদেশে কাতারের শীর্ষ নেতৃত্বের এটাই প্রথম সফর।
সূত্রের খবর, বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনায় কাতারের প্রতিষ্ঠান মাওয়ানির যুক্ততা, উচ্চশিক্ষায় সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণসহ ১০-১২টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তা এখনো চূড়ান্ত হয়নি।
গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে প্রতিনিধি দল কয়েক দফা সফর করেন। বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সঙ্গে কাতারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা রয়েছে।
কূটনৈতিক সূত্রের খবর, গত বছরের মার্চে কাতারের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় একটি সমঝোতা স্মারক সই করেছে। যদিও এখনো কার্যকর হয়নি। আমীরের সফরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় স্থান পেতে পারে।
সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার কথা রয়েছে। এ মুহূর্তে কাতারের নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি সমঝোতা স্মারক রয়েছে।