ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

দুর্ঘটনায় নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, ৩ ঘন্টা অবরোধ গাবতলীতে

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৪৫) নামের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যুর জেরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ রাখা হয় গাবতলী সড়কটি। তাতে এই সড়ক দিয়ে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশে গাবতলি-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।

এ ঘটনার জেরে ভোরে গাবতলীতে সড়ক অবরোধ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিক্ষুব্ধ সহকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে দেশের অন্যতম গরুত্বপূর্ণ এই সড়কটি।

দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।

ফলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী রাস্তাটি বন্ধ থাকায় আসাদগেইট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আমেনা বেগম তার স্বামী মো. আবদুল করিমের সঙ্গে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় থাকতেন।

পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।

এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গাবতলী তিনরাস্তায় বাড়তি দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় বলে সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ জানান।

পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনায় নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, ৩ ঘন্টা অবরোধ গাবতলীতে

আপডেট সময় :

 

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৪৫) নামের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যুর জেরে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ রাখা হয় গাবতলী সড়কটি। তাতে এই সড়ক দিয়ে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশে গাবতলি-দ্বীপনগর সড়কে বেপরোয়া গতির একটি পিক-আপের ধাক্কায় এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়।

এ ঘটনার জেরে ভোরে গাবতলীতে সড়ক অবরোধ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিক্ষুব্ধ সহকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাতে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে দেশের অন্যতম গরুত্বপূর্ণ এই সড়কটি।

দুর্ঘটনার পরপরই সিটি করপোরেশনের শত শত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাস্তার উভয় পাশে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট।

ফলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী রাস্তাটি বন্ধ থাকায় আসাদগেইট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আমেনা বেগম তার স্বামী মো. আবদুল করিমের সঙ্গে সিটি করপোরেশন নতুন মহল্লার ৪ নম্বর গলির একটি বাসায় থাকতেন।

পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকিভাতাসহ তাদের দাবিদাওয়া মেনে নিতে হবে। সেই ঘোষণা পাওয়ার আগে তারা অবরোধ চালিয়ে যাবেন।

এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গাবতলী তিনরাস্তায় বাড়তি দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় বলে সহকারী কমিশনার মফিজুর রহমান পলাশ জানান।

পরে সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সকাল পৌনে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।