দেওয়ানগঞ্জ শিক্ষার মান উন্নয়নে আলোচনা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৮ বার পড়া হয়েছে
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করে।
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল এডহক কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি সহ-সভাপতি ও৷ বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন মো. ছইমদ্দিন। বাছেতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সমাজসেবক ও শিক্ষা অনুরাগী শাহেদুল ইসলাম দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাছেদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী, অভিভাবক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম, মো. সবুর মিয়া ও কামরুল ইসলাম, শিক্ষার্থী নুসরাত জাহান, প্রাক্তন শিক্ষার্থী নাইবুর রহমান শান্ত প্রমুখ।
আলোচনা সভায় নবাগত এডহক কমিটির সভাপতি শাহেদুল ইসলাম দিপু বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে হলে সঠিকভাবে ক্লাস পরিচালনা করতে হবে। কোন শিক্ষার্থীর হাতে যেন মোবাইল ফোন না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ঐতিহ্যবাহী বাছেতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মান উন্নয়নের সকলের সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, সকাল ৯টার মধ্যে সকল শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। আশা করি আমি এডহক কমিটির সভাপতি পদে যতদিন থাকব বিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। বিগত ১৬ বছরে শিক্ষার মান অনেকটা পিছিয়ে রয়েছে। বিদ্যালয় থেকে শিক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হতে হলে শিক্ষকদের আপ্রান চেষ্টা চালিয়ে যেতে হবে।