সিলেটে বর্ণাঢ্য আয়োজন
দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
জাতীয় দৈনিক গণমুক্তি-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টায়, সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সিলেটস্থ রংমহল টাওয়ারের ৪র্থ তলায় দৈনিক গণমুক্তির ব্যুরো অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক গণমুক্তির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক গণমুক্তির সিলেট জেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়া। অনুষ্ঠানে বক্তারা দৈনিক গণমুক্তির ৫২ বছরের গৌরবময় পথচলা নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন— “দৈনিক গণমুক্তি বাংলাদেশের মুক্তচিন্তার সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এটি শুধু একটি পত্রিকা নয়, এটি গণতন্ত্র, সাংবাদিকতা ও সত্য প্রকাশের প্রতীক।” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মইন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জালালাবাদ প্রেসক্লাবের সভাপতি চ্যানেল এস সিলেট ব্যুরো প্রধান শিহাব আহমদ, সিলেট সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সুনির্মল সেন, দৈনিক সিটিজেন টাইমস সিলেট ব্যুরো প্রধান কামরুল হাসান, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে অর্জুন ঘোষ বলেন— “সাংবাদিকতা একটি মহান পেশা। গণমাধ্যম সমাজের দর্পণ। দৈনিক গণমুক্তি এই দায়িত্ব দীর্ঘ ৫২ বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।” বিশেষ অতিথির বক্তব্যে মইন বলেন— “সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক গণমুক্তি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেট জেলা যুবদলের অন্যতম নেতা জিয়াউর রহমান নেওয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমেল আহমদ রিপন, চ্যানেল এস-এর সিলেট জেলা প্রতিনিধি শাহিন আলম, দৈনিক গণমুক্তির বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি রুহেল উদ্দিন, রাজধানী টিভির সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, দৈনিক গণমুক্তির কানাইঘাট উপজেলা প্রতিনিধি অহিদুল ইসলাম, ক্রাইম পেট্রোল বিডির সিলেট ব্যুরো প্রধান আদনান আহমদ চৌধুরী, দৈনিক গণমুক্তির সিলেটের ফটো সাংবাদিক ইউসুফ আহমদ, সাপ্তাহিক ক্রাইম পেট্রোলের বিশেষ সংবাদদাতা মোঃ জাকির হোসেন, বাংলা টাইম অ্যান্ড টিউনের প্রতিনিধি আরিয়ান আহমদ রাজন। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে দৈনিক গণমুক্তির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ বলেন— “দৈনিক গণমুক্তির এই দীর্ঘ পথচলা আরও সমৃদ্ধ হোক, আমরা সত্য ও ন্যায়ের পথে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাব।” তিনি আরও বলেন— “আমি দৈনিক গণমুক্তির সম্পাদক ও প্রকাশক, মফস্বল সম্পাদকসহ কর্তব্যরত সকল সহযোগীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।