সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে এলজিইডির রাস্তায় বেড়া দিয়ে সাধারণ জনগণের ভোগান্তির অভিযোগ

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ঘড়িয়ালা মৌজার ঘরিয়ালা মোড়, এলজিডির রাস্তা আটকিয়ে আতোয়ার রহমানের পরিবার সহ সাধারণ জনগণের চলাচলের রাস্তা বেড়া দিয়ে আটকিয়ে ব্যাপক ভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠেছেভুক্তভোগী আতোয়ার রহমান ও তার পরিবার বলেন গতকাল শুক্রবার ভোর আনুমানিক সাত ঘটিকার সময় ফারুক, জাব্বার, কলি সহ অজ্ঞাত বেশ কয়েকজন আমাদের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তার সামনে এলজিইডির সড়কে বাঁশ কাঠের খুঁটি গেরে আটকিয়ে দেয়। যার ফলে আমাদের পরিবারসহ জনসাধারণের চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটে। এলজিডির রাস্তা আটককারীরা বলেন,রাস্তার সাথে দক্ষিণ পাশে আমাদের দুই ফিট জায়গা আছে, তাই আমরা বেড়া দিয়েছি।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নাহিয়ান নুরেন বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে, নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।