‘ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না’
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ—সভাপতি তানিয়া রব বলেছেন, ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া কিংবা টিকেট বিক্রি—এসব করে কোনো লাভ হবে না। তিনি বলেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তাই সেই মূল্যবোধ ধরে রেখেই ভোট চাইতে হবে।
গতকাল শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্টে তারা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তানিয়া রব আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সংসদে যাওয়ার বিষয় নয়; যোগ্য মানুষকে নির্বাচন করতে না পারলে উন্নয়ন হবে না। অযোগ্য, টাকার বিনিময়ে মনোনয়ন নেওয়া মানুষকে ভোট দিলে জনগণের ভোগান্তিই বাড়বে।
তিনি দাবি করেন, নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনিক কর্মকর্তা—ওসি, এসপি, ডিসি—লটারির মাধ্যমে নিয়োগ করা উচিত এবং নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।
ক্ষমতার লোভে আগাম ভাগবাটোয়ারা ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল, এখন তা ২০০ টাকা হয়েছে। এ চাঁদাবাজি থেকে মুক্ত হতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম—মহাসচিব ও নোয়াখালী—৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন উপজেলা জেএসডি নেতা মো. আলাউদ্দিন, কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো. হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















