ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নওগাঁয় জমকালো আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন

মোঃ কামরুল হাসান নওগাঁ
  • আপডেট সময় : ২৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নওগাঁ, ২৫ মে ২০২৫ নওগাঁ জেলা স্টেডিয়ামে আজ বিকেলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোজ্ঞ এবং প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সম্মানিত জেলা প্রশাসক , যিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী মঞ্চটি মনোরম সাজে সাজানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের উৎসবের আমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেম জাগিয়ে তোলে। জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক বন্ধন ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার অন্যতম পথ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম খেলা, যেখানে স্থানীয় দুটি জনপ্রিয় দল মুখোমুখি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় জমকালো আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন

আপডেট সময় :
নওগাঁ, ২৫ মে ২০২৫ নওগাঁ জেলা স্টেডিয়ামে আজ বিকেলে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোজ্ঞ এবং প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সম্মানিত জেলা প্রশাসক , যিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী মঞ্চটি মনোরম সাজে সাজানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মাঠজুড়ে ছিল ক্রীড়াপ্রেমী দর্শকদের উৎসবের আমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দেশপ্রেম জাগিয়ে তোলে। জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক বন্ধন ও যুবসমাজকে মাদকমুক্ত রাখার অন্যতম পথ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম খেলা, যেখানে স্থানীয় দুটি জনপ্রিয় দল মুখোমুখি হয়।