নওগাঁয় ৩৫ মন্দিরে শারদীয় উপহার বিতরণ
- আপডেট সময় : ২১৮ বার পড়া হয়েছে
“ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ৩৫টি মন্দিরে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় নওগাঁ শহরের সুপারি পট্রি মন্দিরে এ আয়োজনের উদ্বোধন করেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাসুদ হাসান তুহিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের রাজনীতি বিভেদের নয়, বরং ঐক্যের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন এবং আজকের এই আয়োজন তারই প্রমাণ। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও সম্প্রীতির পক্ষে কাজ করে যাচ্ছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।





















