ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নওগার পত্নীতলা -সাপাহার মূল সড়কে গাছ ফেলে ডাকাতি

হাসান শাহরিয়ার পল্লব, নওগাঁ ব্যুরো
  • আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের মানাসী ও নকুচা মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়।মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ডাকাতির শিকার বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে এগারোটার কিছু পরে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলে রাস্তাটি বন্ধ করা দেখা যায়। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দুর্বৃত্ত বাসের দরজা ও জানালার গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, প্রায় রাত সাড়ে এগারোটা দিকে নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা।এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা।সেখান থেকে বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানতে চাইলে বলেন, তদন্ত করার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছি। আশা করছি দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।উল্লেখ্য যে, এই আঞ্চলিক সড়কগুলি সহ বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের সড়ক গুলিতে প্রায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই এর ঘটনা ঘটেই চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগার পত্নীতলা -সাপাহার মূল সড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট সময় : ১২:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের মানাসী ও নকুচা মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়।মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ডাকাতির শিকার বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে এগারোটার কিছু পরে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলে রাস্তাটি বন্ধ করা দেখা যায়। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দুর্বৃত্ত বাসের দরজা ও জানালার গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়।

এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, প্রায় রাত সাড়ে এগারোটা দিকে নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে সড়ক আটকায় দুর্বৃত্তরা।এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা।সেখান থেকে বেশ কিছু মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানতে চাইলে বলেন, তদন্ত করার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করছি। আশা করছি দ্রুত ডাকাত চক্রের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হবে।উল্লেখ্য যে, এই আঞ্চলিক সড়কগুলি সহ বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের সড়ক গুলিতে প্রায় প্রতিনিয়ত চুরি, ছিনতাই এর ঘটনা ঘটেই চলছে বলে এলাকাবাসী জানিয়েছেন।