নগরকান্দায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নগরকান্দার টিএনটি মোড় থেকে এ র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, পৌর ছাত্র দলের সভাপতি জাহিদ মুন্সি, পৌর কৃষক দলের আহবায়ক জাহিদুল ইসলাম অনিক, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।