নগরকান্দা পৌর বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে গতকাল
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দবির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মাহবুব আহাদ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব শফিকুল ইসলাম মন্টু,নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন।অভিযান উদ্বোধনকালে ইউএনও দবির উদ্দিন বলেন,
পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হতে পারে।
অনুষ্ঠানে শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন,পরিচ্ছন্ন নগর, সুস্থ জীবন – এই স্লোগানকে সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।অভিযানে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন রাস্তাঘাট, বাজার এবং জনসমাগমস্থল পরিষ্কার করেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।