সংবাদ শিরোনাম ::
নতুন মন্ত্রীদের শপথ শুক্রবার সন্ধ্যায়
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৯ বার পড়া হয়েছে
একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার আকার বাড়ছে। মন্ত্রিসভায় যারা যুক্ত হবেন শুক্রবার স্বাধীনতা মাসের শুরুর দিন (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
একজন পূর্ণমন্ত্রী, চারজন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী যোগ হতে পারেন মন্ত্রিসভায়। অবশ্য কারো নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। দু-একদিনের মধ্যে বাড়ছে মন্ত্রিসভার আকার এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলে আসছিলো।
মন্ত্রী সভায় নতুন করে যুক্ত হতে পারেন সাত থেকে আট নতুন মুখ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এমন ইঙ্গিতও দিয়েছিলেন মন্ত্রিসভার কোন এক সদস্য। অবশেষে রাতেই সূত্র জানায়, মন্ত্রী সভায় যুক্ত হচ্ছেন, তাদের শপথ সন্ধ্যায়।