নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অংশীজনদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওলানা রফিকুল ইসলাম কোরআান তেলোয়াত ও শুভ পালের গীতা পাঠের মধ্যদিয়ে কর্মশালা শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য (যুগ্মসচিব) ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দীন ।
সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, জেলা খাদ্য কর্মকর্তা বশির আহম্মদ।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন। সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর এর সঞ্চালনায় বিষয়ের আলোকে বক্তব্য রাখেন, ডা. সাদেক মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, মৎস্য অফিসার আক্তার মিয়া, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামূল হক কুতবী, নারায়নপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান প্রমুখ।