নবীনগরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আব্দুর জব্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শুক্রবার বিকেলে উত্তরাঞ্চল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সায়েদুল হক সাঈদ। তিনি বলেন, “দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি, জেল খেটেছি, নির্যাতিত হয়েছি, ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছি। আজ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করেন, তাহলে তা মেনে নেওয়া যাবে না। দল করেন, মনোনয়ন চাইতেই পারেন। কিন্তু যখন বলেন ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন, ‘মনোনয়ন’ পেয়ে গেছেন, তখন আমাদের কষ্ট লাগারই কথা।”
তিনি আরও বলেন, “কথায় আছে ‘ডিম পারে হাঁসে, মজা মারে বাগদাসে।’ ডিম পারলাম আমরা, সারা বছর লড়লাম আমরা, আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিলাম আমরা, জেল-জুলুম খাটলাম আমরা। তখন আপনাদের রাজপথে কখনো দেখিনি!
সাঈদ বলেন,আমি নবীনগরের সকল প্রার্থীদের চ্যালেঞ্জ করছি—আন্দোলন-সংগ্রামে আপনাদের সক্রিয় ভূমিকার কোনো ফুটেজ দেখাতে পারেন, আমি আপনাদের স্যালুট জানাব।”
সায়েদুল হক বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের কেউ কোনোদিন আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন না; আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই রাজনীতি করেছেন।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সূর্যসেন হলের সাবেক জিএস আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি। এই ৩১ দফার প্রতিটি ধারা জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা। আমি বিশ্বাস করি, এই দফাগুলোই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি।”
আমি মনোনয়ন পেলে নবীনগরকে একটি আধুনিক, মাদকমুক্ত ও কর্মসংস্থানভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শাহ মো. লিটন এর সভাপতিত্বে ও বিএনপি নেতা সাংবাদিক এম নুরুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেবানন কেন্দ্রীয় বিএনপির সভাপতি জাকির হোসেন,উপজেলা প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হক মিন্টু, উপজেলা প্রবাসী বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল খান স্বপন, উপজেলা প্রবাসী বিএনপির সহ-সভাপতি কবির হোসেন সরকার, সহ-সভাপতি: রায়হাব উদ্দিন পিন্টু , বিদ্যাকুট ইউনিয়ন জিসাসের সভাপতি কামাল মিয়া , বড়াইল ইউনিয়ন প্রবাসী বিএনপির সভাপতি কামাল মিয়া, উপজেলা প্রবাসী বিএনপির সহ-সভাপতি: হাবিবুর রহমান প্রমুখ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ফারুক মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাশার, পৌর বিএনপির সহ-সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মোঃ বাছির মিয়া, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ গোলাম হোসেন মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ মাঈনউদ্দিন মেম্বার, সাংবাদিক সোহেল খান, পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন মেম্বার, লাউরফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ কাহার, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা,বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন প্রমুখ।

















