সংবাদ শিরোনাম ::
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তালা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকের তালা ঝুলতে দেখা যায়।
কে বা কারা তালা দিয়েছে, তা জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনের অংশ ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে। চারদিকে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারী কেউ আসেননি।
মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর নিন্দা জানান।