ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo কালিগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন Logo কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের এডিআইজি আপেল মাহমুদ Logo সিরাজদিখানে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ Logo কালিগঞ্জে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালত Logo পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক দিনব্যাপি কর্মশালা Logo টেকনাফে পাহাড়ের পর সাগর পথে পাচার কালে ২৯ জন ভুক্তভোগী সহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক Logo তিতাসে বিএনপির লিপলেট বিতরণ Logo গোমস্তাপুরে জোরপূর্বক ধানীজমি দখলের চেষ্টা Logo কিশোরগঞ্জে রেলের গাছ কেটে বিক্রি করলেন কর্মচারীরা

নরসিংদীতে সিসা কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ৭

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এ ছাড়া আরও চারজন শ্রমিক অল্পবিস্তর দগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ‘সকালে পাঁচদোনা থেকে সাত দগ্ধ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চীনা প্রতিষ্ঠান অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা উৎপাদনের কারখানা চালিয়ে আসছিল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সেখানে ঝুঁকিপূর্ণভাবে কাজ করতেন শ্রমিকরা। নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত এই কারখানায় আগুন লাগার ফলে আজকের এই দুঃখজনক ঘটনা ঘটে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং কারখানাটির বৈধতা সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে সিসা কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ৭

আপডেট সময় :

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের শরীরের ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। এ ছাড়া আরও চারজন শ্রমিক অল্পবিস্তর দগ্ধ হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, ‘সকালে পাঁচদোনা থেকে সাত দগ্ধ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চীনা প্রতিষ্ঠান অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা উৎপাদনের কারখানা চালিয়ে আসছিল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সেখানে ঝুঁকিপূর্ণভাবে কাজ করতেন শ্রমিকরা। নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত এই কারখানায় আগুন লাগার ফলে আজকের এই দুঃখজনক ঘটনা ঘটে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ‘আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং কারখানাটির বৈধতা সম্পর্কে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।’