সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
- আপডেট সময় : ২২৬ বার পড়া হয়েছে
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল এক বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো: জাহিদুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে (২ জুলাই) নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ সিপিএসসি এর ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার জুয়েল রানা জানান, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নরসিংদী শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল এক বিশেষ অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার নিকট থেকে ১১ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন উদ্ধার করে। জাহিদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার গোতাশিমলা গ্রামে। তার পিতার নাম মো: দুলাল মিয়া। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।