নরসিংদীর মহাসড়কে বিআরটিএ’র বিশেষ অভিযান
- আপডেট সময় : ১১২ বার পড়া হয়েছে
নরসিংদীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এর নির্দেশনা ও বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ারিং এর মনিটরিং মোতাবেক জেলা প্রশাসন, বিআরটিএ, জেলা পুলিশ, নরসিংদীসহ, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের যৌথ অংশগ্রহনে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব এর নেতৃত্বে রবিবার (২০ জুলাই ) বিকেলে ঢাকা-সিলেট মহা সড়কের পাসপোর্ট অফিসের সামনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেন এক ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব জানান, সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃঙ্খলা জোরদার, অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পিড নিয়ন্ত্রণে বিআরটিএ চেয়ারম্যান স্যার এর নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, বিআরটিএ নরসিংদী সার্কেল মোটরযান পরিদর্শক মো: রাসেল আহমেদ ও বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: মিনহাজ উদ্দীন আহমেদ প্রমুখ।
















