সংবাদ শিরোনাম ::
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী যুবক আহত
এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
- আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পর পর তিনটি মাইন বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আশারতলী, জামছড়ি ও দোছড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আলী হোসেন, আরিফ উল্লাহ ও মো. রাসেল।
মো. রাসেল দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। গত শুক্রবার সকাল ৬টায় আশারতলী সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে মাইন বিষ্ফোরণে আলী হোসেন আহত হন। সকাল সাড়ে ১০টায় জামছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে আহত হন আরিফ উল্লাহ এবং একই দিনে দোছড়ি সীমান্তে মাইন বিষ্ফোরণে আহত হন মো. রাসেল। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের এ ধরনের ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।