নাটোরের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
নাটোরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। গত ২৫ শে জানুয়ারি বিকেল তিনটার সময় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান এর সভাপতিত্বে ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রওশন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ক্রাইম মোঃ জিয়া লতিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা নাটোর মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ফারাজি আহমেদ রফিক বাবন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন সহ আরো অনেকেই। খেলা শেষে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সহযোগিতায় ছিলেন জেলা শিক্ষা অফিস নাটোর।