সংবাদ শিরোনাম ::
নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত গতকাল ১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টার সময় কানাইখালী পুরাতন বাস টার্মিনালে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালি ও বিশাল জনসভা করা হয়েছে। সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনাল এসে শেষ হয়। পরে সেখানে একটি বিশাল জনসভা করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন -বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি দুলু বলেছেন, সামনে নির্বাচন আর এই নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিক , জাতীয় ভাবে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছে।
তিনি আরো বলেন, প্রিয় ভাইয়েরা আমার আমাদের বক্তব্য আমরা চাই অবশ্যই ফ্যাসিস্ট সরকারের বিচার করতে হবে, আমরা সরকার চাই আমরা নির্বাচন চাই। এখন নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয় নির্ধারিত সময়ের মধ্যে যদি না হয় বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার।
বিশাল জনসভায় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহবায়ক , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার,সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ন আহবায়ক মাসুদ রানা ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন