সংবাদ শিরোনাম ::
নাটোরে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয়
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
দৈনিক নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতির কারণে নায্য বাজার মূল্যের বিনিময়ে নাহার ফুড প্রোডাক্টস এর পক্ষ থেকে পণ্য সরবরাহ এ্যাসোসিয়েশন ফর হিউম্যান নীডস ডেভলপমেন্ট প্রস্তাবিত। দুঃস্থ মানব সেবা সংস্থা (প্রক্রিয়াধীন) উপশহর, হাউসিং এস্টেট, বোয়ালিয়া,রাজশাহী ও নাটোরের দিশা মহিলা উন্নয়ন সমিতি , উপদেষ্টা ও জেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সভানেত্রী সুফিয়া খানম এর সহযোগিতায় গরীব অসহায় দুঃস্থ নারী পুরুষ প্রায় পাঁচশত জনকে মাসে দুইবার করে তিন বছর এই ন্যায্য বাজারের মধ্যে চাউল, ডাউল ও সয়াবিন তেলসহ সাত রকমের পণ্য স্বল্প মূল্যে বিক্রয় করা হবে।
গতকাল রোববার ২০ শে জুলাই রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ চৌকিরপাড় মহল্লায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর থেকে নাটোর শহর ও গ্রাম পর্যায়ে এই কার্যক্রম চলবে।
দিশা মহিলা উন্নয়ন সমিতির উপদেষ্টা ও বিএনপির মহিলা দলের সিনিয়র সভাপতি সুফিয়া খানম একজন সমাজসেবক হওয়ায় বিভিন্ন সময় সমাজের গরীব অসহায় ও নিন্ম আয়ের মানুষের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই
তার এই মহৎ উদ্যোগ ন্যায্য বাজার মূল্যের বিনিময় পণ্য বিক্রয় প্রথম প্যাকেজ পণ্যের নামের তালিকা নিম্নে দেয়া হলো, সোয়াবিন তেল, ডাউল, চিনি গুড়া চাল, আটা, ডিটারজেন্ট পাউডার, লবণ ও সরিষার তেল।
















