নাটোরে ৪ চোরাই গরুসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়া থানা পুলিশ ৪টি চোরাই গরু উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে আব্দুর রউফ (৩২) নামের ১জনকে গ্রেফতার করেছে।
৬ মার্চ শনিবার বিকেলে সিংড়া থানাধীন এক নং সুকাশ ইউনিয়নে বামিহাল দেশোপাড়া গ্রামের আসামী আব্দুর রউফ (৩২) বাড়ি থেকে চোরাই ৪টি গরু উদ্ধার করে।
গ্রেপ্তার আব্দুর রউফ ও তার সঙ্গীরা শুক্রবার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল গ্রামের শ্রীবাস চন্দ্র সরকার বাড়ি থেকে ৩টি গাভী গরু ও ১টি ষাড় গরু চুরি করে নিয়ে যায়।
এ সংক্রান্ত সলঙ্গ থানায় মামলা দায়ের করেন শ্রীবাস চন্দ্র সরকার।
সিংড়া উপজেলা শুকাশ ইউনিয়নের আবদুর রউফ এর বাড়িতে চোরাই গরুগুলো রয়েছে বলে সলঙ্গা থানা পুলিশ জানায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ আবদুর রউফ এর বাড়ি থেকে চোরাই ৪টি গরু উদ্ধার এবং আবদুর রউফকে গ্রেপ্তার করে।
উদ্ধার করা গরুগুলো শ্রীবাস চন্দ্র সরকার নিজের চুরি যাওয়া গরু বলে সনাক্ত করেন।
পরবর্তীতে উদ্ধারকৃত গরু সলঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার