নাটোর আইডিইবি জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০২:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) উদ্যোগে নাটোরে দুঃস্থ অসুস্থ ও মৃত সদস্য প্রকৌশলীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪) মার্চ বিকেলে আইডিইবি জেলা শাখার কার্যালয়ে মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সাজেদুল আলম খান চৌধুরী (বুড়া চৌধুরী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় অঞ্চলের সহ-সভাপতি আইডিইবি কেনিক, মো. কবির উদ্দিন ও নাটোর মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ওবায়দুল্লাহ।
প্রধান অতিথি ও সভাপতি অসুস্থ ও সুস্থ, ছিন্নমূল মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় করেন, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।
আইডিইবি সহ-সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎয়ান বোর্ডের উপদেষ্টা মো. আমজাদ হোসেন, আইডিইবি সহসভাপতি মো. আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।