নিকলীতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এর সাথে
নিকলী উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮অক্টোবর) ২০২৪ বিকাল ৩ টার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বও সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
সেনাবাহিনীর মেজর মোঃ জুনায়েদ খাঁন।
নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ, উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া, উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ শামসুল হক রাকিব।
কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি আহ্বায়ক এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা মহসিনা সুবান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামীম আল মামুন,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুধীজন প্রমুখ।