নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় ভয়াবহ জোয়ারের তাণ্ডব
- আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুরে পটুয়াখালীর কলাপাড়াসহ পায়রা বন্দর ঘেঁষা উপকূলজুড়ে অস্বাভাবিক জোয়ারে ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দেয়। এর প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
জোয়ারের পানি হঠাৎ করে বেড়িবাঁধের বাইরে ঢুকে পড়ে হাজারো বসতবাড়ি একাধিকবার প্লাবিত হয়। বিশেষ করে লোন্দা এলাকায় শত শত পরিবারের ঘরের ভেতর পানি ঢুকে রান্নার চুলা পর্যন্ত ডুবে গেছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে, কেউ কেউ উঁচু জায়গায় বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন।
এদিকে, কুয়াকাটা সমুদ্র সৈকতের দীর্ঘ এলাকায় অস্বাভাবিক জোয়ারের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস তীব্র তাণ্ডব চালিয়েছে। উত্তাল সাগরের ঢেউ সৈকত সংলগ্ন গাছপালা, কংক্রিটের রাস্তা ও বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত করে দিয়েছে। সমুদ্রের মালিকানা দাবি করে নির্মিত ‘সরদার মার্কেট’-এর একটি অংশ ভেঙে পড়েছে এবং ব্যাপক ক্ষতি হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কুয়াকাটা জাতীয় উদ্যানের বাকি অংশ সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে সৈকতের শূন্য পয়েন্ট লাগোয়া মসজিদ, হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং ট্যুরিজম পার্ক এলাকা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েক বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতি দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এই নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে, ফলে পরবর্তী ২৪ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

















