নিয়ামতপুরে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা

- আপডেট সময় : ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও বিএনপিও আলাদাভাবে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। আনন্দ শোভাযাত্রার পূর্বে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গানটি দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ এর সূচনা করা হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে তিনমাথার মোড় হয়ে পুনরায় উপজেলা গেটে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম। অফিসার ইন চার্জ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী (এলজিইডি) জাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ প্রমূখ।
অপরদিকে উপজেলা বিএনপি আলাদাভাবে বাংলা নববর্ষ উৎযাপন করেন। নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, শামীম রেজা চৌধুরী বাদশা।
পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।