সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে জোড়া খুনের মামলায় আরেক আসামী গ্রেপ্তার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৯৫ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজশাহী থেকে গত সোমবার গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম (৪৫) জোড়া খুনের ঘটনার নেতৃত্বে ছিলেন বলে পুলিশের ভাষ্য। গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম (৪৫) উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাংগাপাড়ার মৃত- তাছের আলীর ছেলে।
নিয়ামতপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘হত্যাকান্ডের পর শরিফুল ইসলাম আত্মগোপনে চলে গিয়েছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।


















