নিয়ামতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। তাই সবাই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খুব শীঘ্রই আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবে। ফ্যাসিবাদ হাসিনাকে সরিয়ে যদি আমরা তারই মত আচরণ করি, তাহলে মানুষ কেন আমাদের বিশ্বাস করবে? আমরা ন্যায় সঙ্গতভাবে কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের সময় ২৫ মার্চের পরে আওয়ামীলীগের একটি নেতাও দেশে ছিলেন না। শেখ মুজিবকে আটক করার পর আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিলেন, তিনি দেশকে ভালোবেসে গেছেন। গতকাল বুধবার ৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৪টায় নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ পাহিন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিন চৌধুরী লাকী, সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ।
উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রদল সভাপতি বিদ্যুত মাহাতো নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু।
আলোচনা সভার পূর্বে এক বিশাল বর্নাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।