ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ঈদে কঠোর নিরাপত্তায় থাকছে ফাঁকা রাজধানী Logo প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে -রিজভী Logo বাংলাদেশে ভাঙার জন্য আনা জাহাজে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা Logo নিউমার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা Logo ওমরাহ ভিসা সংকটে বিপাকে যাত্রীরা Logo বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন Logo আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে -প্রধান উপদেষ্টা Logo আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস Logo শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন Logo তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী প্রীতি খন্দকার 

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

কয়েকজন নারীকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় বেড়িয়েছিলেন তিনি। পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী পদে লড়ছেন তিনি। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলা।

মঙ্গলবার (২৮ মে) সময় দুপুর। কয়েকজন নারীকর্মী নিয়ে বিজয়নগর হরষপুরের ঋষিপাড়ায় প্রচার করাকালীন দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন।

এরপর কিছু সময় কেটে গেলেও প্রীতি ফিরে না আসায় বাইরে থাকা দুজন মহিলা ভেতরে গিয়ে প্রীতিকে খুঁজে না পেয়ে ফিরে আসেন। পরে আশাপাশে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজয় নগর থানার ওসি বিষয়টি অবগত করেন। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করে জিডি করতে বলেন। বুধবার (২৯ মে) থানায় সাদারণ ডায়েরী করেন।

৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রীতি খন্দকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হয়। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় যোগাযোগ করতে বলেছি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন। তাকে নিয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। যেখান থেকে নিখোঁজ হয়েছেন, সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন প্রার্থী প্রচারে এসেছিলেন। এ বিষয়ে তদন্ত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর-বিজয়নগরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানান, নিখোঁজের বিষয়টি অফিসিয়ালভাবে আমাকে কেউ জানায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনী প্রচারণায় গিয়ে মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী নিখোঁজ

আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

 

কয়েকজন নারীকর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় বেড়িয়েছিলেন তিনি। পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী পদে লড়ছেন তিনি। তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলা।

মঙ্গলবার (২৮ মে) সময় দুপুর। কয়েকজন নারীকর্মী নিয়ে বিজয়নগর হরষপুরের ঋষিপাড়ায় প্রচার করাকালীন দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন।

এরপর কিছু সময় কেটে গেলেও প্রীতি ফিরে না আসায় বাইরে থাকা দুজন মহিলা ভেতরে গিয়ে প্রীতিকে খুঁজে না পেয়ে ফিরে আসেন। পরে আশাপাশে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে তারা বাড়িতে চলে আসেন।

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিজয় নগর থানার ওসি বিষয়টি অবগত করেন। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করে জিডি করতে বলেন। বুধবার (২৯ মে) থানায় সাদারণ ডায়েরী করেন।

৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রীতি খন্দকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়নপত্র জমা দিতে সমস্যা হয়। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় যোগাযোগ করতে বলেছি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন। তাকে নিয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। যেখান থেকে নিখোঁজ হয়েছেন, সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন প্রার্থী প্রচারে এসেছিলেন। এ বিষয়ে তদন্ত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর-বিজয়নগরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানান, নিখোঁজের বিষয়টি অফিসিয়ালভাবে আমাকে কেউ জানায়নি।