নীলফামারীতে বিশ্ব বসতি দিবস পালিত
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে নীলফামারী পৌর শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেলি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামান। এছাড়াও গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশল(সিভিল) মোঃ আমানুর রহমান, উপবিভাগীয় প্রকৌশল(ইএস) আখতারুজ্জামান ও সহকারী প্রকৌশল আবুল ফালা মোঃ মেছবাহুল হকসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





















