সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুল্যান্স পড়ে গেল খালে

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল রোববার ভোরে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের চাষিরহাট ইউনিয়নের কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় অন্য গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালকের ঘুমের কারণে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে অ্যাম্বুল্যান্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।