ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ওমরা শেষে সৌদি থেকে বাড়ি ফেরার পথে

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
গত রোববার ভোররাতের দিকে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। পরে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পালিয়ে যায়।
রাতে দুর্ঘটনার বিষয়টি কেউ টের না পেলেও সকালে স্থানীয়রা আহতদের দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমরা শেষে সৌদি থেকে বাড়ি ফেরার পথে

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

আপডেট সময় :

নোয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
গত রোববার ভোররাতের দিকে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। পরে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পালিয়ে যায়।
রাতে দুর্ঘটনার বিষয়টি কেউ টের না পেলেও সকালে স্থানীয়রা আহতদের দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”