নৌ-পুলিশের অভিযানে অবৈধ জাল-মাছের পোনাসহ আটক ৩২
- আপডেট সময় : ০৪:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের নৌ পুলিশ রবিবার ও সোমবার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ৮৮ লাখ ১১ হাজার ৪৬০ মিটার অবৈধ জাল, ৫৭৪ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ বাগদা রেনু পোনা এবং নদীতে বাঁশ পুতে অবৈধ ১৩টি ঝোপ ধ্বংস করে।
অভিযানকালে ৩২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি মামলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫ জন আসামিকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৩ জন আসামির বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন দাখিল এবং ৬ জন ও ৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে ৩টি প্রসিকিউশন দাখিল করে নৌ পুলিশ।
সোমবার (১৫ এপ্রিল) নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনার তথ্য সংবাদমাধ্যমে তুলে ধরেন।
তিনি জানান, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ফেরা হয়েছে। মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।