সংবাদ শিরোনাম ::
ন্যায্য মজুরি ও সব অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরা: ফখরুল

গণমুক্তি রিপোর্ট
- আপডেট সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
ন্যায্য মজুরি ও সব অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবসের বিবৃতিতে এমন অভিযোগ করেন এই রাজনীতিক। তিনি বলেন, শ্রমিকরা ন্যায্য না পাওয়ায় দ্রব্যমূল্যের প্রকোপে মানবেতর জীবন-যাপন করছে।
মে দিবসে এবারের প্রতিপাদ্য সকলের জন্য সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ কাজ, মে দিবসে এই নীতি বাস্তবায়ন করতে মত প্রকাশের স্বাধীনতাসহ গতিশীল চিরায়ত গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি বলে মনে করেন তিনি।
মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শ্রমিকদের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করি।